সর্বশেষ

কোম্পানীগঞ্জে সিরিজ ডাকাতি নিয়ে আইন শৃংখলা সভায় উদ্বেগ প্রকাশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর, মুছাপুর ও চরপার্বতী ইউনিয়নে চলতি মাসে ব্যাপক হারে সিরিজ ডাকাতির ঘটনা ঘটার কারনে রবিবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভায় এ নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেন কমিটি। চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বন্ধের জন্য সকল ইউনিয়ন পরিষদে সর্বদলীয় আইন শৃংখলা সভায় উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, চেয়ারম্যান আবু ছায়েদ, নুরুল আলম শিকদার, সফিকুর রহমান সোহাগ, আনছানর উল্যা, নুরুল আমিন, আবদুল খালেক, নুর আলম, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার তোহা, যুগান্তরের প্রতিনিধি মোঃ জাফর উল্যাহ প্রমূখ। 

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.