ভাঙচুর, ধাওয়া পাল্টাধাওয়া, সড়ক অররোধের মধ্যদিয়ে নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এসময় পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬জন নেতাকর্মীসহ ১২জনকে আটক করে।
আটককৃতরা হচ্ছে শহর বিএনপির দপ্তর সম্পাদক আবু হানিফ, ছাত্র বিষয়ক সম্পাদক আবদুল করিম মুক্তা, জেলা ছাত্রদলের সদস্য নুরুল আমিন খান, যুবদলের আরমান, এহছানুল হক মোহন ও আবুল কাশেম, হোটেল শ্রমিক রুবেল, কলেজ ছাত্র আকবর হোসেন, স্কুল ছাত্র দোলোয়ার হোসেন, রাজমিস্ত্রী মামুনুর রশীদ, রাজু ও আবু তাহের।
হরতাল চলাকালে রাস্তায় রিকশা ছাড়া ভারি কোন যানবাহন চলাচল করেনি। দোকানপাট বন্ধ ছিল। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি কম ছিল।
পিকেটারেরা মাইজদী বাজারে একটি বিএরটিসির বাস ও জামে মসজিদ মোড়ে পুলিশ বহনকারী একটি ম্যাক্সি ভাঙচুর করে। দত্তেরহাটে পিকেটারেরা যুবলীগ কর্মী জসিমকে মারধর করে। সেখানে ছাত্র ও যুবলীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া হয়। মাইজদী বাজার এলাকায় বিএনপি কর্মী আকবরের দোকানে যুবলীগ কর্মীরা হামলা চালায়।
হরতালের পক্ষে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান এবং জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমানের নেতৃত্বে এবং বিপক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান অভিযোগ করেন, পুলিশ ও শাসক দলের ক্যাডারা হরতাল চলাকালে পিকেটারদের উপর হামলা চালায় এবং মাইজদী বাজারে দলীয় কর্মী আকবর হোসেনের দোকানে হামলা ভাঙচুর ও মালামাল লুট করে। পুলিশ বিনা কারনে দলের ১২জন নেতাকর্মীকে আটক করে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।