মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
নোয়াখালীর সোন্দলপুরে উন্মুক্ত মঞ্চে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
উন্মুক্ত মঞ্চে নোয়াখালীর কবির হাট উপজেলার সোন্দলপুর ইউনিয়ন পরিষদের ২০১০-২০১১ অর্থ বছরের ৯২ লাখ ৭৩ হাজার ৬ শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নবাসীর সম্মুখে এ বাজেট উপস্থাপন ও বাজেটের উপর উপস্থিত ইউনিয়নবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান আবদুর রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নব বানু, এনআরডিএস’র প্রধান সমন্বয়কারী আবদুল আউয়াল, কৃষক প্রতিনিধি বেচু মিয়া, নারী প্রতিনিধি ধনী বেগম। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে কর্মরত সরকারি বিভিন্ন বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ উন্নয়ন সংস্থা এনআরডিএস ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সোন্দলপুর ইউনিয়ন পরিষদে জনঅংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের লক্ষ্যে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে মাসব্যাপী পর্যালোচনা সভার মাধ্যমে জনমতামত নেয়া হয়। পরে চূড়ান্ত বাজেটটি উপস্থাপনের পূর্বে বই আকারে ইউনিয়নবাসীর মধ্যে সরবরাহ করা হয়।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।