নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সন্ত্রাসীরা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থাকছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার পরও কোন সুফল পাওয়া যায় না। সন্ত্রাসীদের পক্ষে উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান সার্বক্ষনিক থানায় বসে তদবীর বাণিজ্য করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বসুরহাট পৌরসভা জাতীয় সমাজতান্ত্রীক দলের (জাসদ) সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন। তিনি বুধবার দুপুর ১২টায় বসুরহাট ফুড ফেয়ার চাইনিজ রেষ্টুরেন্টে তার লিখিত বক্তব্যের বাইরে এসব কথা বলেন।
তার লিখিত বক্তব্যে বলেন, জরুরী অবস্থা চলাকালে কোম্পনীগঞ্জে অনেক নিরিহ মানুষ হয়রানীর স্বীকার হয়েছে। তিনিও তাদের মধ্যে একজন। জরুরী অবস্থা চলাকালীন সময়ে যৌথ বাহিনীকে মিথ্যা অভিযোগ দিয়ে স্থানীয় সন্ত্রাসী নুর হোসেন সুমন, মাহফুজ আলম লিটন, অবসর প্রাপ্ত সেনা সদস্য নুর নবী চৌধুরী, আবুল খায়ের কিরণ, ফিরোজ আলম, মাসুদ, মোঃ হারুন যৌথ বাহিনী দিয়ে তাকে আটক ও অমানুষিক নির্যাতন করে তার কাছ থেকে ৬লাখ ৭৫ হাজার টাকা আদায় করেছিল। এ ব্যাপারে তিনি ৭জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান উল্লেখিত সন্ত্রাসীদের পক্ষে থানায় তদবীর করে তাকে সু-বিচার থেকে বঞ্চিত করে। বিচার চেয়ে বিচার না পাওয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে শাহাদাত হোসেন অভিযোগগুলো উত্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুর রব পিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন জীবন, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার তোহা, সাধারণ সম্পাদক জাফর উল্যাহ পলাশসহ সকল জাতীয় দৈনিকের সংবাদকর্মীবৃন্দ।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
রাজনৈতিক সংবাদ
কোম্পানীগঞ্জে সন্ত্রাসীদের মদদ দেয়ার অভিযোগে আ’লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে সন্ত্রাসীদের মদদ দেয়ার অভিযোগে আ’লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।