নোয়াখালীর সেনবাগে সরকারি ঔষধ বিক্রির দায়ে গিয়াস উদ্দিন স্বপন(৪০) নামে এক স্বাস্থ্য সহকারিকে জেল জরিমানায় দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) মো: আনোয়ার পাশা তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ রায় দেন। স্বপন কেশারপাড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কেশারপাড় ইউনিয়নের কানকির হাট বাজারে নিজ মালীকানাধীন মুদি দোকানে পুলিশ নিয়ে ইউএও মো: আনোয়ার পাশা অভিযান চালান। এসময় দোকানে কয়েকটি কার্টুনভর্তি অবস্থায় কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বিতরনের জন্য অর্ধ লক্ষাধিক টাকার সরকারি ঔষধের সন্ধান পাওয়া যায়। পরে ঔষধসহ স্বাস্থ্য সহকারি স্বপনকে হাতেনাতে ধরে উপজেলা সদরে নিয়ে আসা হয়।
এনিয়ে রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আদালত বসানো হয়। আদালতের রায়ে ১৯৮২ সালের ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্সের ২০ ধায়ায় অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট আইনের ৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া। একই সাথে অভিযুক্ত স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করে ৩০ দিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।
ইউএও মো: আনোয়ার পাশা জানান, রাতেই জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে স্বাস্থ্য সহকারি স্বপনকে জেল হাজতে পাঠানো হবে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
অর্ধ লক্ষাধিক টাকার সরকারি ঔষধ উদ্ধার সেনবাগে সরকারি ওষুধ বিক্রির দায়ে স্বাস্থ্য সহকারির জেল জরিমানা
অর্ধ লক্ষাধিক টাকার সরকারি ঔষধ উদ্ধার সেনবাগে সরকারি ওষুধ বিক্রির দায়ে স্বাস্থ্য সহকারির জেল জরিমানা
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।