সর্বশেষ

অর্ধ লক্ষাধিক টাকার সরকারি ঔষধ উদ্ধার সেনবাগে সরকারি ওষুধ বিক্রির দায়ে স্বাস্থ্য সহকারির জেল জরিমানা

নোয়াখালীর সেনবাগে সরকারি ঔষধ বিক্রির দায়ে গিয়াস উদ্দিন স্বপন(৪০) নামে এক স্বাস্থ্য সহকারিকে জেল জরিমানায় দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) মো: আনোয়ার পাশা তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ রায় দেন। স্বপন কেশারপাড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কেশারপাড় ইউনিয়নের কানকির হাট বাজারে নিজ মালীকানাধীন মুদি দোকানে পুলিশ নিয়ে ইউএও মো: আনোয়ার পাশা অভিযান চালান। এসময় দোকানে কয়েকটি কার্টুনভর্তি অবস্থায় কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে বিতরনের জন্য অর্ধ লক্ষাধিক টাকার সরকারি ঔষধের সন্ধান পাওয়া যায়। পরে ঔষধসহ স্বাস্থ্য সহকারি স্বপনকে হাতেনাতে ধরে উপজেলা সদরে নিয়ে আসা হয়।

এনিয়ে রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আদালত বসানো হয়। আদালতের রায়ে ১৯৮২ সালের ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্সের ২০ ধায়ায় অপরাধ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট আইনের ৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া। একই সাথে অভিযুক্ত স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করে ৩০ দিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।
ইউএও মো: আনোয়ার পাশা জানান, রাতেই জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে স্বাস্থ্য সহকারি স্বপনকে জেল হাজতে পাঠানো হবে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.