মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাহায্যের আবেদন
বেগম খাদিজা পারভীন বি.এ (২৮) দুই সন্তানের জননী। গত কয়েক মাস থেকে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার এ্যারেনোপারপিনোমা ও কোরিওপারপিনোমায় আক্রান্ত। বিসিআইসিতে কর্মরত পারভীনের স্বামী সহায় সম্বল বিক্রি করে ঢাকাস্থ এ্যাপোলো, ল্যাবএইড ও স্কয়ার হাসাপাতালে চিকিৎসার ব্যয় মিটাতে গিয়ে নি:স্ব হেয় পড়েছেন। বর্তমানে সে মিরপুরস্থ ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার পারভীন আক্তার বানুর চিকিৎসাধীন রয়েছেন। নিয়মিত তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। ডাক্তারগণ উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার জরুরী চিকিৎসার জন্য এ মুহুর্তে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। এ বিপুল পরিমান অর্থ তার পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। এমতবস্থায় দুটি শিশু সন্তানের কথা ভেবে খাদিজা পারভীনকে বাঁচিয়ে রাখার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি ও বিভিন্ন সাহায্য সংস্থার নিকট মানবিক সাহায্যের আবেদন করছে। সাহায্য পাঠানোর ঠিকানা-বেগম খাদিজা পারভীন, সঞ্চয়ী হিসাব নং ৩৪১২৯৭৯১, জনতা ব্যাংক কর্পোরেট শাখা, দিলকুশা বাণিজ্য এলাকা, ঢাকা।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।