মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ফেনী অফিসার্স ক্লাবে বর্ষাবরণ ১৪১৭
আবদুল্লাহ আল-মামুন, ফেনী
ফেনী অফিসার্স ক্লাবে গত সোমবার রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য ১৪১৭বঙ্গাব্দ বর্ষাবরণ করা হয়েছে। রাত সাড়ে আটটার দিকে শুরু হয় বর্ষার খাদ্য গ্রহন। ব্যতিক্রমী আয়োজনের এই খাদ্যের মাঝে ছিল শীমের বিচি ভাজা, কাঠালের বিচি ভাজা , চাল ভাজা, চোলা বুট ভাজা, পিঠাসহ নানা রকম খাবার।
এরপর শুরু হয় বর্ষাবরণের মূল অনুষ্ঠান । ফেনী সরকারী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে আগতদের কদম ফুল , ২টি করে বই তুলে দেন ফেনী অফিসার্স ক্লাবের সভাপতি ও ফেনী জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান।
শুরু হয় বর্ষার অভিজ্ঞতা ও স্মৃতিচারণ। এতে জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান, ফেনীস্থ বিডিআরের সিইও লেঃ কর্ণেল গাজী মোঃ সালাহ উদ্দিন, ফেনী গালর্স ক্যাডেট কলেজের প্রিন্সিপাল বদরুদুজ্জা, অতিরিক্ত জেলা প্রসাসক (সার্বিক) আলতাফ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলীম আখতার খান, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন প্রমুখ অংশ নেন।
অনুষ্ঠানে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর লেখা দেহপুরের দোহাসহ ৩টি বইয়ের মোড়ক উম্মোচন করেন জেলা প্রশাসক,জেলা তথ্য অফিসার মাহবুবুর রহমানসহ অতিথিবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।