সর্বশেষ

সেনবাগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায়

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্যে ধুমপানকারী ও ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ১৮ হাজার ৩৫০ টাকা জরিমান আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩টি ওষুধের দোকান, ১টি বেকারী, ৫টি মুদি-মনোহারী ও ২টি মাংসের দোকান রয়েছে। মঙ্গলবার দুপুরে প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও মুহাম্মদ আনোয়ার পাশা জানান, ভোক্তা অধিকার সংরক্ষন অধ্যাদেশ ২০০৮, বিশুদ্ধ খাদ্য আইন ও দন্ড বিধির কয়েটি ধারায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নয়টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া অনেক অসাধু ব্যবসায়ী অভিযান দেখে দোকান বন্ধ করে পালিয়ে যান বলে তিনি।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.