মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও সঠিক ইতিহাস সংরক্ষণ এবং আগামি প্রজন্মকে বাঙ্গালীর মহান আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে সম্প্রতি নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষক, কবি, সাংবাদিক, সংস্কৃতিক কর্মী, ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ও কবি জামাল হোসেন বিষাদ । সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সদস্য সচিব কামাল হোসেন মাসুদের সঞ্চালনায় আলোচনায় নোয়াখালী সরকারি কলেজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী প্রোগ্রামার সাইফ মো. জুলকার নাঈন চৌধুরী, সামাজিক জ্ঞান চর্চা কেন্দ্র ই-ভিলেজের পরিচালক দিদারুল আলম, জাতীয় কবিতা পরিষদ, নোয়াখালীর সহ-সভাপতি কবি ফয়জুল ইসলাম জাহান, কবি প্রণব আচার্য্য, স্কাউটার আহম্মদ হোসেন ধনু আলোচনা করেন। আলোচনা শেষে কামাল হোসেন মাসুদকে সমন্বয়ক, সাইফ মো. জুলকার নাঈন ও আবদুল আজিজ পুলককে যুগ্ম সমন্বয়ক করে উত্তরাধিকার নোয়াখালী-৭১’র ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়।
সমন্বয় কমিটির সদস্যরা হলেন, জামাল হোসেন বিষাদ, আবু নাছের মঞ্জু, শামীমা আরজু, দিদারুল আলম, ফয়জুল ইসলাম জাহান, প্রণব আচার্য্য, আহম্মদ হোসেন ধনু, খন্দকার বেলাল, একেএম আফসার উদ্দিন, নাদিরা সুলতানা, মোবারক হোসেন পাবেল, মো. তৌহিদ, মাজেদ আলম মনু, আরিফ হোসেন রাসেল।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।