আবদুল্লাহ আল-মামুন
গত ক’দিনের ভারী বর্ষণে চলতি মৌসুমের আউষ ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চাষীরা উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন।
কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানায়, চলতি মৌসুমে উপজেলার পৌরসভা সহ ৯টি ইউনিয়নে ৬ হাজার ৭শ’ হেক্টর জমিতে উফশী এবং ৪ হাজার ৫শ’ হেক্টর জমিতে স্থানীয় জাতের আউষ ধানের আবাদ হয়েছে। সময়মত বৃষ্টিপাত না হওয়া এবং অসময়ে ভারী বর্ষণে আউষ ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
চরচান্দিয়া গ্রামের চাষী আবুল খায়ের, চরগণেশ গ্রামের চাষী মানিক মিয়া জানিয়েছে, আউষ মৌসুমে ধানের চারা গাছে প্রয়োজনের তুলনায় বৃষ্টিপাত না হওয়ায় চাষীরা চাহিদামত সার ও কীটনাশক ব্যবহার করতে পারেনি। এতে করে পোকামাকড় ধানের ক্ষতি করেছে। পরবর্তী বর্ষার মৌসুমে ভারী বৃষ্টিপাতের কারণে চারাগাছ পানিতে ডুবে পঁচে নষ্ট হয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, সোনাগাজী বিভিন্ন অঞ্চলের খালগুলোতে অসাধু ব্যক্তিরা বাধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে পানি চলাচলের পথ না পেয়ে ভারী বর্ষনে স্ষ্টৃ জলবদ্ধতায় আউস ফসলগুলো পানির নিচে তলিয়ে গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুর রহমান জানান, ভারী বর্ষণে মৌসুমী আবাদকৃত আউষ ধানের ব্যাপক ক্ষতি সাধিত হতে পারে। তবে বৃষ্টির পানি নেমে গেলে প্রয়োজন মত সার ও কীটনাশক প্রয়োগ করা গেলে আউষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।