আবদুল্লাহ আল-মামুন, ফেনী
ফেনী জেলা শিক্ষা অফিসে কম্পিউটার অপারেটর মজিবুর রহমান মজুমদার ওরফে ডাটা মজিবের বিরুদ্ধে সাধারণ শিক্ষকদের হয়রানী, উৎকোচ আদায় সহ নানা অভিযোগ তুলেছেন জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
গত বুধবার ১৫ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক লিখিতভাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা গেছে, ৩য় শ্রেণীর কর্মচারী হয়েও মজিব স্কুলের সাধারণ শিক্ষকদেরকে নয়, প্রধান শিক্ষকদেরকেও পাত্তা দেন না। উপজেলা পর্যায়ে শিক্ষা অফিসে কর্মকর্তাদের সাথেও তিনি খারাপ ব্যবহার করেন বলে জানা গেছে।
লিখিত অভিযোগে শিক্ষকরা জানান, তিনি জেলা শিক্ষা অফিসের ডাটা এন্টি অপারেটর পদে কর্মরত থাকলেও দাগনভূঞা, সোনাগাজী, ছাগলনাইয়ার বিভিন্ন ফাইল তদারকি করেন। এ দায়িত্ব পেয়ে তিনি অহেতুক নানা অজুহাতে আইনের ভয় দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। ক্ষেত্র বিশেষে লক্ষাধিক টাকার উৎকোচ গ্রহণও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে শিক্ষকরা দাবী করেন। সাধারণ শিক্ষকরা তার আচরণে অতিষ্ট ও ক্ষুব্দ। শিক্ষকরা তাকে ফাইল তদারকি থেকে অব্যহতি অত্র অফিস থেকে দ্রুততম সময় অপসারণ দাবী করেন। অভিযোগকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন দাগনভূঞা ওয়াজেরিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, সোনাগাজী বক্তারমুন্সী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শরীয়ত উল্যা, পরশুরাম পূর্ব সাহেব নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস, ফেনী জিএ একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ গিয়াস উদ্দিন, ফেনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ওয়াজি উল্যাহ প্রমুখ।
জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল আজম অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, আগেও তার বিরুদ্ধে মৌখিকভাবে কিছু অভিযোগ ছিল। এসব অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
অন্যদিকে মজিবর রহমান মজুমদার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সুনামের সাথে এ অফিসে ১০ বছর দায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন, তাকে শিক্ষকরা ডাটা এন্টি অপারেটর বললেও মূলত তিনি কম্পিউটার অপারেটর পদে রয়েছেন। তিনি দাবী করেন প্রধান শিক্ষকরা তার থেকে দুই স্কেল নিচে বেতন পান।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।