মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
নোয়াখালীতে তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্পের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাহজাদপুর গ্রামবাসী স্থানীয় তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্পের নাম পরিবর্তনের দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।
শাহজাদপুর গ্রামের জাগ্রত জনতার ব্যানারে বেলা ১২ টা থেকে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসককে শাহজাদপুর গ্রামের পাঁচশ লোকের স্বাক্ষরিত স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে বাপেক্স তেল-গ্যাস অনুসন্ধান কূপ খননের অবকাঠামোগত কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রকল্পটির নামকরণ শাহজাদপুর গ্রামের নামানুসারে না করে করা হয়েছে কবিরহাট উপজেলার সোন্দলপুর গ্রামের নামানুসারে। এনিয়ে শাহজাদপুরবাসীর প্রতিবাদের প্রেক্ষিতে প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের সময় জেলা প্রশাসন ও বাপেক্স কর্তৃপক্ষ শাহজাদপুর তেল-গ্যাস অনুসন্ধান প্রকল্প হিসেবে প্রকল্পটির নামকরণের অঙ্গীকার করেছিলেন। এরপর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশি¬ষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ব্যবস্থা না নেয়ায় এলাকায় গণঅসন্তোষ ও ক্ষোভ বাড়ছে যা যেকোন সময় বড় ধরনের আন্দোলনের রূপ নিতে পারে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।