সর্বশেষ

কোম্পানীগঞ্জে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ৬ খুনির ফাঁসি কার্যকর, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবী


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বক্তরা বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের  ৬জন খুনিকে দেশে ফিরিয়ে এনে তাদের মৃত্যুদন্ড কার্যকর করার দাবী এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবী জানান। 
এছাড়া বাদ জোহর উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল, ইফতার সরবরাহ ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মানোয়ার হোসেন মোল্লা, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, জাতীয় পাটির সভাপতি জিয়াউল হক জিয়া, যুবলীগ সভাপতি মিজানুর রহমান বাদল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু প্রমূখ।  
 


  • মো. শরফুদ্দিন শাহীন

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.