সর্বশেষ

নোবিপ্রবিতে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

নোয়াখালী প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ছাত্রদের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী জানান, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাদের ইন্দনদাতা ও সংঘর্ষের সাথে জড়িতদের চিহ্নিত করার জন্য এপলায়েড ক্যামেষ্টি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: ইসুফ মিয়াকে প্রধান করে এবং অন্য দুই শিক্ষককে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেয়ার জন্য সময়সীমা বেধে দেওয়া হয়েছে।
ঐ রিপোর্টের ভিত্তিতে সাময়িকভাবে বহিস্কৃত ৫ ছাত্রের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া পরবর্তী পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে বলেও ভিসি জানান।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.