মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
উৎসব মুখর পরিবেশে নোয়াখালী সাংবাদিক ইউনিটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
উৎসব মুখর পরিবেশে “মানবতার কল্যানে নিবেদিত হোক সাংবাদিকতা” এ স্লোগানকে সামনে রেখে গড়ে ওঠা নোয়াখালী সাংবাদিক ইউনিটির গৌরবের ১০ বছর পূর্তি অনুষ্ঠান গতকাল(মঙ্গলবার) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দশম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে ইউনিটি কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা। সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল্যাহ কামরুল সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই খাজা আলআমিন এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রব।
উৎসবের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সাইফুল্যাহ কামরুল । বক্তব্য রাখেন সাপ্তাহিক চলমান পত্রিকার সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি রুদ্র মাসুদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান বাংলাদেশ অবজারভারের নোয়াখালী প্রতিনিধি এটিএস দ্বীন মোহাম্মদ, সংগ্রাম পত্রিকার সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিনন, ও নোয়াখালী সাংবাদিক ইউনিটির সহসভাপতি এমজি বাবর। এসময় ইউনিটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ ১০ পাউন্ড ওজনের কেক কাটেন। এসময় উপস্থিত সকলে করতালীর মধ্যে দিয়ে সাংবাদিক ইউনিটির সমৃদ্ধি কামনা করেন এবং একে অপরকে কেট মুখে তুলে খাওয়ান।
এদিকে নোয়াখালী সাংবাদিক ইউনিটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন সৃহৃদ,শুভ্যানুধায়ী ইউনিটির দশম বছর পূতিতে শুভেচ্ছা পাঠিয়েছেন। তারা আগামীতে ইউনিটির পথ চলায় সার্বিক ভাবে সহযোগিতার প্রতিশ্র“তি দিয়েছেন।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।