মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস নোয়াখালীতে যুবকদের বর্ণাঢ্য সাইকেল র্যালি
আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে দারিদ্র্য থেকে মুক্তির জন্য মর্যাদাসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টির দাবিতে নোয়াখালীতে গতকাল সোমবার নোয়াখালী এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রার আয়োজন করে। যুবকরা দারিদ্র্যকে রুখে দাঁড়ানোর আহব্বান জানিয়ে বুকে ও পিঠে বিভিন্ন শ্লোগান নিয়ে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে সাইকেল শোভাযাত্রাটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তা নোয়াখালী শিল্পকলা মিলনায়তনে এসে সমাপ্ত হয়। উন্নয়ন সংগঠন পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক-প্রান ও সুপ্র নোয়াখালী এ র্যালিটি আয়োজন করে।
র্যালি শেষে অংশগ্রহণকারীরা দারিদ্র্যের বিরুদ্ধে এক প্রতীকি প্রতিরোধ গড়ে তোলে। এ সময় বক্তরা বলেন, বাংলাদেশে এখনো প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। নোয়াখালী জেলায় দারিদ্র্যের হার আরো প্রকট। তাই এ জেলার দুর্গম চরাঞ্চলের ভূমিহীন, মৎসজীবী ও কৃষকদের দারিদ্র্যের অভিশাপ থেকে বের করে আনতে সরকারে বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ, প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি বিতরণ, নদী-খালও জলমহালে জেলেদের প্রবেশাধিকার নিশ্চিত করা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানায়। সমাবেশে প্রানের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ, কর্মসূচি কর্মকর্তা আসাদুজ্জামান কাজল, সংস্কৃতিকর্মী আজগর আলী বক্তব্য রাখেন।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।