ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলাটিতে নিয়োজিত সরকার পক্ষের এপিপি এডভোকেট মো: সাহাব উল্যাহ সাইফুল জানান, ২০০৮ সালের ২৭ নভেম্বর পুলিশ হাতিয়া উপজেলার নলের চরের শান্তিপুর নৌঘাটে ডাকাতির প্রস্তুতিকালে একটি এলজি ও দুই রাউণ্ড গুলিসহ আলাউদ্নি(৩০), জাহাঙ্গীর(৩০) ও জসিম উদ্দিন(২৮)কে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ আদালতে আসামীদের বিরুদ্ধে চার্জসিট দাখিল করে। গতকাল বিচারক আসামীদের মধ্যে আলাউদ্দিনকে ১২ বছর, জাহাঙ্গীর ও জসিমকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায় শুনার পরপরই আলাউদ্দিন আসামীর কাঠগড়া থেকে নেমে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। জুতাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে এজলাসের বাইরে পড়ে যায়। এসময় আদালতে উপস্থিত লোকজন ডাণ্ডাবেড়ী পরিহিত অবস্থায় আলাউদ্দিকে টানাহেচড়া করে আদালতের বারান্দায় এনে গণধোলাই দেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় আদালতের বিচারক, আইজীবীসহ উপস্থিত সকলে হতবাক হয়ে পড়েন। ঘটনাটি আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
- আবু নাছের মঞ্জু