সর্বশেষ

নোয়াখালীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশন

নোয়াখালীতে জম্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জার্মান-বাংলাদেশ ক্ল্যাফট্ প্রজেক্টের পক্ষ থেকে এই মহতী উদ্যোগটি নেওয়া হয়েছে। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, নোয়াখালী জেলা শহর মাইজদীর উডল্যাণ্ড হসপিটাল এণ্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্সে গত মঙ্গল ও বুধবার আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জম্মগত ঠোঁটকাটা ১২ জন রোগীর এবং তালুকাটা ৩ জন রোগীর শরীরে সফল অস্ত্রপচার সম্পন্ন করা হয়। রোগীদের মধ্যে একজন নারী,  দুইজন পুরুষ ও ১২ জন শিশু রয়েছে। একই সময় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আরো ৪৫ জন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উডল্যাণ্ড হসপিটাল এণ্ড ডায়াগনষ্টিক কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান মাহমুদ হোসেন জানান, অপারেশনের জন্য রোগীদের একশ টাকা রেজিষ্ট্রেশন ফি ছাড়া আর কোন খরচ দিতে হয়নি। অপারেশন ও চিকিৎসা সেবা প্রাপ্ত রোগীদের অধিকাংশই হতদরিদ্র পরিবারের হওয়ায় বিনামূল্যে এ ধরনের সেবা পেয়ে তারা অত্যন্ত খুশি।
সুবর্ণচর উপজেলার চর রশিদ গ্রামের মো. শাহজাহান জানান, তার সাড়ে তিন বছরের পুত্র সন্তান সজিব জম্মগতভাবে ঠোঁটকাটা ছিলো। বুধবার চিকিৎসকরা সজিবের শরীরে অস্ত্রপচার করেন। বর্তমানে সে সুস্থ রয়েছে।


  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.