সর্বশেষ

কোম্পানীগঞ্জে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন


নোয়াখালীর কোম্পানীগঞ্জে গতকাল শুক্রবার সকাল ১০টায় ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ মিলানায়তনে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্রের সুবিধা ও যাবতীয় তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন।
তিনি বলেন, এ তথ্য সেবা কেন্দ্র থেকে ইউনিয়নের সকল স্তরের মানুষ তাদের দৈনিন্দন জীবনের প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র দেশকে একসুঁতোয় গাঁথতে এবং নির্বাচনী ওয়াদা হিসেবে বাংলাদেশেকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে এ প্রকল্প হাতে নিয়েছেন। আশা করি এ দেশের মানুষ আগামী কয়েক বছরের মধ্যে এর সুফল পাবে। অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে সকল মেম্বারবৃন্দ, গ্রামপুলিশ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র থেকে স্বল্প খরচে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান গুলোর সকল তথ্য, কম্পোজ, প্রশিক্ষন, ফটোপ্রিন্ট ও ইন্টারনেটের মাধ্যমে দেশবিদেশে কথা বলার সুবিধা পাওয়া যাবে বলে তারা জানান।


  • মোঃ শরফুদ্দিন শাহীন

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.