সর্বশেষ

আমাদের কি কোন দিনই পরিবর্তন হবে না ?

আমাদের কি কোন দিনই পরিবর্তন হবে না ?
-নুর ইসলাম হক

দক্ষিন এশিয়ার  ক্ষুদ্র উন্নয়নশীল দেশ বাংলাদেশ। যেখানে মানুষ হাজারো সমস্যায় জর্জরিত। প্রকৃতিক দুর্যোগ,  ক্ষুদা দারি দ্ররে সাথে প্রতিনিয়ত ভাগ্য বদলের  জন্য সংগ্রাম করে যাচ্ছে । কিন্তু সৌভাগ্যের সোনার হরিন সহজে ধরা দিচ্ছেনা। তার অন্যতম কারন তিনটি p: Population, Politics and poverty। অতিরিক্ত জনসংখ্যা রাজনৈতিক অস্থিতিশীলতা, দারিদ্র বাংলাদেশের উন্নতির প্রধান অন্তরায়।

রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে দেশের আভ্যান্তরিন উন্নয়ন দেশি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। রাজনীতির নামে হানাহানি মারামারি হরতাল অবরোধ বাংলাদেশের রাজনীতিতে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে। বাংলাদেশ গনতন্ত্রের পথে হাটতে গিয়ে বারবার হোচট খাচ্ছে। বাংলাদেশের রাজনিতীর অপসংস্কৃতি  থেকে বেরিয়ে আসার জন্য,  রাজনীতির নামে  নিরীহ মানুষ হত্যা খুন ধর্ষণের মত জঘন্য অপরাধ থেকে বেরিয়ে আসার জন্য দেশের সুস্থধারার রাজনৈতিক সংস্কৃতি বিনির্মানে আমাদের পরবর্তন দরকার। Change we need we have to be changed.

-নুর ইসলাম হক
প্যারিস, ফ্রান্স

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.