মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
নোয়াখালীতে মানুষের হাতে ধরা পড়েছে অজগর সাপ
নোয়াখালীতে বৃহস্পতিবার মাছের খামারে পাশের ঝোপঝাড় থেকে স্থানীয় লোকজন একটি অজগর সাপ ধরে ফেলে। খবর পেয়ে বন বিভাগ অজগরটি উদ্ধার করে। প্রায় ১০ ফুট দৈর্ঘ্য এবং ২০ কেজি ওজনের অজগরটি নিঝুম দ্বীপের বনে ছাড়ার পরিকল্পনা নিয়েছে বন বিভাগ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের দিলালপুর গ্রামের লিটন (২৮) নামে এক যুবক সকাল সাড়ে ৮টার দিকে মাছের খামারের পাশের ঝোপঝাড় পরিস্কার করতে গিয়ে সেখানে একটি অজগর সাপ দেখতে পান।
এরপর এলাকার আরো লোকজন একত্রিত হয়ে সাপটি ধরে হাজি আশ্রাফ জমাদার বাড়ির উঠানে নিয়ে আসেন। খবর পেয়ে অজগরটিকে দেখার জন্য সেখানে শতশত নারী পুরুষ জড়ো হতে থাকেন। সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে বেলা ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শামসদ্দিনসহ বন বিভাগের একটি টিম অজগরটি উদ্ধার করে মাইজদী বাজারে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। সেখানে অজগরটির দৈঘ্য ১০ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি পরিমাপ করা হয়।
এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকতা মো. শাহ-ই আলম জানান, অজগরটি নিঝুম দ্বীপের বনে অবমুক্ত করা হবে। তিনি জানান, দেশেরে অনাচে কানাছে ঝোপঝাড়ের মধ্যে অজগর সাপের বসবাস একটি স্বাবাভিক বিষয়। তবে খাদ্যের জন্য লোকালয়ে এসে এরা মানুষের হাতে ধরা পড়ছে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।