সর্বশেষ

নোয়াখালীতে মানুষের হাতে ধরা পড়েছে অজগর সাপ


নোয়াখালীতে বৃহস্পতিবার মাছের খামারে পাশের ঝোপঝাড় থেকে স্থানীয় লোকজন একটি অজগর সাপ ধরে ফেলে। খবর পেয়ে বন বিভাগ অজগরটি উদ্ধার করে। প্রায় ১০ ফুট দৈর্ঘ্য এবং ২০ কেজি ওজনের অজগরটি নিঝুম দ্বীপের বনে ছাড়ার পরিকল্পনা নিয়েছে বন বিভাগ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের দিলালপুর গ্রামের লিটন (২৮) নামে এক যুবক সকাল সাড়ে ৮টার দিকে মাছের খামারের পাশের ঝোপঝাড় পরিস্কার করতে গিয়ে সেখানে একটি অজগর সাপ দেখতে পান।
এরপর এলাকার আরো লোকজন একত্রিত হয়ে সাপটি ধরে হাজি আশ্রাফ জমাদার বাড়ির উঠানে নিয়ে আসেন। খবর পেয়ে অজগরটিকে দেখার জন্য সেখানে শতশত নারী পুরুষ জড়ো হতে থাকেন। সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে বেলা ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শামসদ্দিনসহ বন বিভাগের একটি টিম অজগরটি উদ্ধার করে মাইজদী বাজারে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। সেখানে অজগরটির দৈঘ্য ১০ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি পরিমাপ করা হয়।

এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকতা মো. শাহ-ই আলম জানান, অজগরটি নিঝুম দ্বীপের বনে অবমুক্ত করা হবে। তিনি জানান, দেশেরে অনাচে কানাছে ঝোপঝাড়ের মধ্যে অজগর সাপের বসবাস একটি স্বাবাভিক বিষয়। তবে খাদ্যের জন্য লোকালয়ে এসে এরা মানুষের হাতে ধরা পড়ছে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.