রাজনৈতিক দুই মেরুর দুই জাতীয় নেতা তাদের নির্বাচনী এলাকায় ঈদুল আযহা উপলক্ষে গণসংযোগকালে দুইজন দুইজনের মুখোমুখি হয়ে একে অপরজনের সাথে করমর্দন ও কোলাকুলি করেন।
ঈদের পরদিন বৃহস্পতিবার বিকেলে ওবায়দুল কাদের বসুরহাট বাজারের ব্যবসায়ীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে চরপার্বতী ইউনিয়নের কদমতলা যাওয়ার সময় এবং ব্যারিস্টার মওদুদ আহমদ তার নিজ বাসভবন থেকে বসুরহাট বাজারে আশার পথে বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ড বটতলায় দুই নেতার গাড়ীর বহর মুখোমুখি হয়। এ সময় দু’নেতা গাড়ী থামিয়ে গাড়ী থেকে নেবে প্রথমে একে অপরের সাথে করমর্দন পরে কোলাকুলি করে কুশল বিনিময় করেন।
১০ মিনিট দু’নেতা দাড়িয়ে এলাকার সার্বিক বিষয় নিয়ে আলাপ চারিতা করেন। এ দৃশ্য উভয় দলের নেতাকর্মীরা উপভোগ করেন। দু’নেতা দলীয় নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন, এভাবেই রাজনৈতিক পরিবেশ ও সম্প্রীতি সকলের বজায় রাখা উচিত।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।