সর্বশেষ

শত বছরের পুরানো নোয়াখালী পাবলিক লাইব্রেরী ও টাউন হল কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু


বৃহত্তর নোয়াখালীর প্রাচীনতম সামাজিক সংগঠন শত বছরের পুরাতন নোয়াখালী পাবলিক লাইব্রেরী ও টাউন হলের জরাজীর্ণ টিনের ঘরের স্থানে অবশেষে নির্মিত হতে যাচ্ছে বহুতল কমপ্লেক্স। গতকাল শনিবার সন্ধ্যায় কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন করেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী।

এ উপলক্ষ্যে টাউন হল মিলনায়তে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাউন হল ও পাবলিক লাইব্রেরীর সভাপতি জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন উর রশিদ হাযারী, সুবর্নচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, পাবলিক লাইব্রেরীর সেক্রেটারী অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয় ছয় তলা বিশিষ্ট এই কমপ্লেক্স নির্মাণের প্রাথমিক ব্যায় ধরা হয়েছে সাত কোটি টাকা।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.