নোয়াখালীতে মোবাইল ফোনের মাধ্যমে উত্যক্ত কারায় দায়ে বেলায়েত হোসেন ইলু (৪৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর একটায় জেলা শহরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রাঙ্গনে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা জামান এই দণ্ডাদেশের রায় ঘোষণা করেন। রায় ঘোষনার পরপরই দণ্ডিত বেলায়েত হোসেন ইলুকে জেল হাজতে প্রেরন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে বেলায়েত হোসেন ইলু গত তিন মাসেরও বেশি সময় ধরে তার ব্যবহৃত মোবাইল নং ০১৯২৫২৬৯৮০৭ থেকে একই এলাকার এক স্কুল শিক্ষিকার মোবাইল ফোলে বিভিন্ন সময় কল দিয়ে আসছিলেন। এক পর্যায়ে ঐ শিক্ষিকার ছেলে আওসাফ হোসেন আবির(১৮) নিজ মোবাইল ফোন থেকে ইলুর ফোনে কল দিয়ে মেয়েলি কণ্ঠে আলাপচারিতার মাধ্যমে তার সাথে সম্পর্ক গড়ে তোলে। এরই মধ্যে ইলু একাধিকবার আবিরকে বিয়ের প্রস্তাব দেয়।
ইলুর প্রস্তাব অনুযায়ী শনিবার সকাল ১১টার দিকে আবির তাঁর পিতা আজহারুল ইসলামকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় দেখা করতে আসে। মেলায় এসে উভয়ের অবস্থান নিয়ে মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে আবিরের ইলুর অবস্থান টের করেন। লোকজন ইলুকে আটক পুলিশে সোপর্দ করেন।
এদিয়ে দুপুরে মেলা প্রাঙ্গণে ভ্রাম্যমান আদালত বসে। আদালত ইলুর স্বীকারোক্তি এবং স্কুল শিক্ষিকার ছেলে আওসাফ হোসেন আবির, স্বামী আজহারুল ইসলাম ও বিজয় মেলা পরিষদের সাধারন সম্পাদক মমতাজুল করিম বাচ্চুর স্বাক্ষ ও জব্দকৃত মোবাইল ফোনের নম্বরের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় বেলায়েত হোসেন ইলুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
মোবাইল ফোনে স্কুল শিক্ষিকাকে ইভটিজিং ।। নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের রায়ে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড
মোবাইল ফোনে স্কুল শিক্ষিকাকে ইভটিজিং ।। নোয়াখালীতে ভ্রাম্যমান আদালতের রায়ে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।