নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ইঞ্জিন চালিত মাছ ধরার একটি ট্রলার ডুবির পর শনিবার বিকেলে পাঁচ জেলের লাশ উদ্ধার হয়েছে। এরা হচ্ছেন প্রদীপ চন্দ্র দাস (৫০), রতন চন্দ্র দাস (৪৮), রমেশ চন্দ্র দাস (৪৪), জগন্নাথ চন্দ্র দাস (৫১) ও দীনেশ চন্দ্র দাস (৪০)। এ ঘটনায় এখনো তিন জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত সকল জেলের বাড়ি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের রাজেগাঁও গ্রামে।
ডুবে যাওয়া ট্রলার থেকে সাঁতরে তীরে আসা জেলে হিলটন চন্দ্র দাস (৪৮), নিতাই চন্দ্র দাস (৫২) ও টংকেশ্বর (৩৫) জানান, হাতিয়ার নলচিরা ঘাট থেকে ১১জন মাঝি মাল্লা নিয়ে বৃহ¯প্রতিবার রাতে ইঞ্জিন চালিত ট্রলারটি মাছ ধরার জন্য মেঘটার উদ্দেশ্যে রওয়ানা হলে ঠেংগার চরের অদূরে ডুবে যায়। তাঁরা জানান, এখনো তিনজন জেলের কোন খোঁজ পাওয়া যায়নি।
সহকারি পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল আফম নিজাম উদ্দিন জানান, শনিবার স্থানীয় জেলেরা ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলের লাশ উদ্ধার করে হাতিয়া থানায় খবর দেয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।