নোয়াখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অহিদ উদ্দিন রায়হান (৪৫) রোববার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ......রাজেউন)। রায়হান ১৮ জানুয়ারি অনুষ্ঠেয় পৌর নির্বচনে চাঁদ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী. ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান।
নিহতের ছোটভাই মোসলে উদ্দিন রোমান জানান, রায়হান নির্বচনী গণসংযোগ শেষে দুপুরের দিকে দত্তের হাটের নিজ বাড়িতে এসে গোসল করতে পুকুর ঘাটে যান। সেখানে তিনি অসুস্থ্য হয়ে জ্ঞান হারান। পরে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
কাউন্সিলর পদপ্রার্থী অহিদ উদ্দিন রায়হানের মৃত্যুতে পৌর নির্বচন অনুষ্ঠানে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই বলে নোয়াখালী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাখাওয়াত হোসেন জানান।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।