সর্বশেষ

নোয়াখালীতে ফটোসাংবাদিকতা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন


ফটোসাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ রোববার বিকেলে নোয়াখালী জেলা শহরের বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে সমাপ্ত হয়েছে। ইউনিসেফ এর সহায়তায় প্রশিক্ষণটির আয়োজন করে গণমাধ্যম বিষয়ক স্বেচ্চাসেবী সংস্থা ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)। প্রশিক্ষণে শিশু বিষয়ক সংবাদ সংস্থা শিশু প্রকাশের নোয়াখালী ও ফেনী জেলার ২০ জন ক্ষুদে সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

শিশু প্রকাশের টিম লিডার আবু নাছের মঞ্জুর সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু প্রকাশের বার্তা সম্পাদক সেলিম আকন, সংবাদ সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি মেসবাহ উল হক মিঠু, ফ্রিল্যান্স সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ, মিজানুর রহমান মাসুদ।

অংশগ্রহণকারীদের শিশু অধিকার সংশ্লিষ্ট ছবি নির্বাচন, ফটোফিচার তৈরি, ডিজিটাল ক্যামেরার ব্যবহার, ছবির ভাষা, আলোর ব্যবহার, ক্যামেরা থেকে কম্পিউটারে ছবি ট্রান্সফার, ছবি সম্পাদনা, ছবির নৈতিকতা ও ফটো সাংবাদিকের গুনাবলী সম্পর্কে ধারনা দেয়া হয়।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.