সর্বশেষ

শেয়ারবাজারে দরপতন।। নোয়াখালীতে বিনিয়োগকারীদের বিক্ষোভ-সমাবেশ


শেয়ার বাজারে অস্বাভাবিক দরপতন এবং ঢাকা ও চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দেয়ায় নোয়াখালীতে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা শহর মাইজদী ও জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর প্রধান সড়কে বিক্ষোভ চলাকালে বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, এসইসির চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন শ্লোগান দেন।
দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদীর দুটি ব্রোকারেজ হাউজ থেকে বিনিয়োগকারীরা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে। একই সময় জেলার প্রধান বানিজ্যিক শহর চৌমুহনীর চারটি ব্রোাকর হাউজ থেকে বিনিয়োগকারীরা বের হয়ে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, এসইসির চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে নানা শ্লোগান দেন। বিক্ষোভ চলাকালে সেখানে বিপুল পরিমান পুলিশ মোতায়েন থাকায় কোন সহিংস ঘটনা ঘটেনি।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.