মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
শেয়ারবাজারে দরপতন।। নোয়াখালীতে বিনিয়োগকারীদের বিক্ষোভ-সমাবেশ
শেয়ার বাজারে অস্বাভাবিক দরপতন এবং ঢাকা ও চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দেয়ায় নোয়াখালীতে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা শহর মাইজদী ও জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর প্রধান সড়কে বিক্ষোভ চলাকালে বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, এসইসির চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন শ্লোগান দেন।
দুপুর ১২টার দিকে জেলা শহর মাইজদীর দুটি ব্রোকারেজ হাউজ থেকে বিনিয়োগকারীরা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করে। একই সময় জেলার প্রধান বানিজ্যিক শহর চৌমুহনীর চারটি ব্রোাকর হাউজ থেকে বিনিয়োগকারীরা বের হয়ে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, এসইসির চেয়ারম্যান ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে নানা শ্লোগান দেন। বিক্ষোভ চলাকালে সেখানে বিপুল পরিমান পুলিশ মোতায়েন থাকায় কোন সহিংস ঘটনা ঘটেনি।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।