হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও পিকেটিয়ের জন্য শহরের আশপাশে অবস্থান নিচ্ছে। তবে শহরের বিভিন্ন স্থানে আইনশৃংখলা বাহিনীর কড়া অবস্থান ও টহলের কারনে তাঁরা প্রধান সড়কে উঠতে পারছেনা। শহরের অধিকাংশ দোকনপাট বন্ধ রয়েছে। যানবাহন চলাচলও একেবারে বন্ধ রয়েছে। এছাড়া জেলার সেনবাগেও স্বতস্পূর্ত হরতাল পালিত হচ্ছে।
শাসক দলের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখলের অভিযোগে মঙ্গলবার ঘোষণা দিয়ে নোয়াখালী ও সেনবাগ পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করেছিলেন। এরপর বিএনপি’র কেন্দ্রিয় যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহানের জেলা শহরের বাসায় সংবাদ সম্মেলন করে ওই দুই পৌরসভায় পুনরায় নির্বাচনের দাবিতে আজ বুধবার পুরো জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়েছিল। এরই মধ্যে নির্বাচন কমিশন সেনবাগের সবগুলো কেন্দ্রের এবং নোয়াখালী পৌরসভার ২৫টির মধ্যে ১৭টি কেন্দ্রের ভোট স্থগিত করে দিয়েছে।
কিন্তু পুরো দাবি না মানায় ঘোষণা অনুযয়ী বিএনপি জেলা শহরে হরতাল পালন করছে।
- আবু নাছের মঞ্জু