সর্বশেষ

নোয়াখালীর সাত পৌরসভার ৮৮টি কেন্দ্রের মধ্যে ৪৪টিই ঝুঁকিপূর্ণ

পৌর নির্বাচনে নোয়াখালীর সাতটি পৌরসভার ৮৮টি কেন্দ্রের মধ্যে ৪৪টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ সব কয়টি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া চারটি পৌরসভায় ইতিমধ্যে সেনাবাহিনী ও দুইটিতে বিজিবি ও একটিতে নৌবাহিনী ও কোষ্টগার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে, জেলার সাতটি পৌরসভার মধ্যে নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ১০টি, চৌমুহনীর ১৮টির মধ্যে ৬টি, কবিরহাটের ৯টির মধ্যে ৩টি, বসুরহাটের ৯টির মধ্যে ৫টি, হাতিয়ার ৯টির মধ্যে ৭টি এবং সেনবাগ পৌরসভার ৯টির মধ্যে ৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং বাকি কেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়।

পুলিশ সুপার হারুন-উর-রশীদ হাযারী জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ পুলিশের একজন অফিসার ও পাঁচজন কনষ্টেবল, লাঠি হাতে ছয়জন পুরুষ ও ছয়জন মহিলা আনসার সদস্য; আর সাধারণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ পুলিশের একজন অফিসার ও চারজন কনষ্টেবল, লাঠিহাতে ছয়জন পুরুষ ও ছয়জন মহিলা আনসার সদস্য মোতায়েন করা হবে।
#

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.