পৌর নির্বাচনে নোয়াখালীর সাতটি পৌরসভার ৮৮টি কেন্দ্রের মধ্যে ৪৪টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ সব কয়টি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া চারটি পৌরসভায় ইতিমধ্যে সেনাবাহিনী ও দুইটিতে বিজিবি ও একটিতে নৌবাহিনী ও কোষ্টগার্ড সদস্যদের মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে, জেলার সাতটি পৌরসভার মধ্যে নোয়াখালী পৌরসভার ২৫টি কেন্দ্রের মধ্যে ১০টি, চৌমুহনীর ১৮টির মধ্যে ৬টি, কবিরহাটের ৯টির মধ্যে ৩টি, বসুরহাটের ৯টির মধ্যে ৫টি, হাতিয়ার ৯টির মধ্যে ৭টি এবং সেনবাগ পৌরসভার ৯টির মধ্যে ৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং বাকি কেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়।
পুলিশ সুপার হারুন-উর-রশীদ হাযারী জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ পুলিশের একজন অফিসার ও পাঁচজন কনষ্টেবল, লাঠি হাতে ছয়জন পুরুষ ও ছয়জন মহিলা আনসার সদস্য; আর সাধারণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ পুলিশের একজন অফিসার ও চারজন কনষ্টেবল, লাঠিহাতে ছয়জন পুরুষ ও ছয়জন মহিলা আনসার সদস্য মোতায়েন করা হবে।
#
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।