সর্বশেষ

নোয়াখালীতে ইভ টিজিংয়ের দায়ে স্কুল শিক্ষকের এক বছরের কারাদন্ড

নোয়াখালীর বেগমগঞ্জে গতকাল বৃহস্পতিবার ইভ টিজিংয়ের দায়ে অরুন চন্দ্র দে নামে এক স্কুল শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) ফাতেমা-তুল জান্নাত এ রায় দেন। অভিযুক্ত অরুন চন্দ্র উপজেলার উত্তর মীরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, শিক্ষক অরুন চন্দ্র দে প্রায়ই স্কুলের ছাত্রীদের গায়ে হাত দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে কয়েকজন ছাত্রী বেগমগঞ্জ উপজেলা পরষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করে।
পরে ইউএনও’র নির্দেশে তাঁর কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা-তুল জান্নাত ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই রায় দেন।
ওসি জানান, আদালতে শিক্ষক অরুন চন্দ্র দে তাঁর দোষ স্বীকার করেছেন। তাঁকে থানা হাজতে রাখা হয়েছে। শুক্রবার তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.