সর্বশেষ

নোবিপ্রবি’র অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি রবিবার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগের শূন্য আসন পূরণ করার জন্যে আগামী ৬ ফেব্র“য়ারি রবিবার অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসের জনসংযোগ শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, অ গ্রুপের অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৩৪১ থেকে ৪৯০ পর্যন্ত এবং ই গ্রুপের অপেক্ষমাণ তালিকার মেধাক্রম ৬১ থেকে ৮০ পর্যন্ত প্রার্থীদেরকে রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে রিপোর্ট করতে হবে। শুধুমাত্র আসন খালি থাকা সাপেক্ষে প্রার্থীদেরকে ভর্তি করা হবে। ই গ্রুপের মুক্তিযোদ্ধা কোটার অপেক্ষমাণ তালিকার রোল ৩০৫৬৯ এবং ৩০০৫৬ এবং উপজাতি কোটার অপেক্ষমাণ তালিকার রোল ৩০৬৪৬ ধারী প্রার্থীদেরকে ভর্তি করা হবে।
প্রার্থীদের ভর্তি ফি ও কাগজপত্র সঙ্গে আনতে হবে। বিস্তারিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, www.nstu.edu.bd দেখা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.