মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
নোয়াখালীতে দুই দিনব্যাপী কারুমেলা উদ্বোধন
নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী কারুমেলা। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের কারুশিল্পকে জাগিয়ে তোলার লক্ষ্যে ডানিডা’র সহায়তায় এ মেলার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি-এনআরডিএস।
বিকেলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মধ্যে বক্তব্য রাখেন এনআরডিএস’র নির্বাহী প্রধান আবদুল আউয়াল, জেলা জজ আদালতের জিপি কাজী মানছুরুল হক খসরু, সাংবাদিক আবু নাছের মঞ্জু, কারুশিল্পী মায়মুনা মায়া, আবুল বাশার প্রমুখ।
বক্তারা বলেন, কারুশিল্প আমাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পদ। বর্তমান বাজার ব্যবস্থায় ঐতিহ্যবাহী কারুশিল্পের অগ্রযাত্রা ব্যাহত এবং কারুশিল্পীদের জীবন জীবিকা ঝুঁকির মুখোমুখি। তাই ক্ষুদ্র কারুশিল্পকর্মী এবং উৎপাদকদের পণ্য ও বাজার উন্নয়ন সহায়তার মাধ্যমে এ শিল্পকে আবার জাগিয়ে তুলতে হবে।
মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে কারুপণ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বিক্রয়, প্রদর্শন, কারুশিল্পীদের কর্মশালা, ঐতিহ্যবাহী লাঠিখেলা ও বাউলগান। ব্যতিক্রম ধর্মী এ মেলায় নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কারুশিল্পীরা তাদের পণ্য নিয়ে আসেন।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।