নোয়াখালীতে পৌর নির্বাচনে ভোট গ্রহন চলকালে সংঘঠিত অনিয়ম ও সহিংস ঘটনার তদন্তবৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের সহকারি নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান ও সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহম্মেদ এই তদন্তের কাজে সকালে নোয়াখালী পৌঁছবেন।
বুধবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার মো: নজরুল ইসলাম জানান, তদন্ত টীমের সদস্যরা দুপুর দুইটা থেকে জেলা প্রশাসকের সভাকক্ষে স্থগিত কেন্দ্রগুলোর নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রার্থী ও কেন্দ্রে ওইদিন দায়িত্বপালনকারী তাঁদের প্রতিনিধিদের বক্তব্য শুনবেন।
উল্লেখ্য; গত ১৮ জানুয়ারি পৌর নির্বাচন চলাকালে ক্ষমতাশীন দলের সমর্থিত মেয়র ও বিভিন্ন এলাকায় প্রভাবশালী কাউন্সিল প্রার্থীদের প্রভাব বিস্তার, ব্যালটপেপার ছিনতাই, হামলা-ভাঙচুরসহ নানা অভিযোগে নির্বাচন কমিশন সেনবাগ পৌরসভার সবকয়টি (৯টি), নোয়াখালী পৌরসভার ২৫টির মধ্যে ১৭টি ও কবিরহাট পৌরসভার ১টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করে দিয়েছিল।
নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট বক্স ভাংচুর, ছিনতাইসজ বিাভন্ন অনিয়ম ও সহিংসতার অভিযোগে নোয়াখালী পৌরসভায় বিএনপি প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেয় এবং পরদিন পুরো জেলায় হরতাল পালন করেছিল।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।