কোম্পানীগঞ্জে খাল থেকে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি সংযোগ খাল থেকে পুলিশ রোববার মস্তকবিহীন অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। বিকেল পাঁচটার দিকে চরপার্বতী ইউনিয়নের জনতা বাজার এলাকার ধাদনা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ জানান, বিকেল চারটার দিকে স্থানীয় লোকজন ছোটফেনী নদীর সংযোগ খালে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খরব দেন। এরপর তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
আনুমানিক ৪০ বছর বয়সের লাশটি দেহের সঙ্গে মস্তক পাওয়া যায়নি। ছোটফেনী নদীর জোয়ারের পানির সঙ্গে লাশটি ভেসে আসতে পারে বলে পুলিশ ধারনা করছে। লাশের পরনে কোন কাপড় ছিল না। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার লাশটি ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।