ভূমিহীনদের মাঝে খাসজমি বন্টন ও পল্লী রেশনিং ব্যবস্থা চালু করাসহ বিভিন্ন দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন।
মঙ্গলবার দুপুরে নোয়াখালী টাউন হলে সংগঠনের জেলা শাখার সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বিমল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য রাকসুর সাবেক জিএস রাগিব আহসান মুন্না, নারী সংসদের সভানেত্রী সালেহা সুলতানা, আনোয়ার হোসেন।
ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সভাপতি আমান উল্যা আমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী এনামুল হক, শাহ আলম।
সম্মেলন শেষে আনোয়ার হোসেনকে সভাপতি ও ইব্রাহীম মেস্ত্রীকে সাধারন সম্পাদক করে খেতমজুর ইউনিয়নের ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
সম্মেলন শুরুর আগে ভূমিহীন নারী পুরুষদের বিশাল একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলকারীরা জেলা প্রশাসকের কাছে ভূমিহীনদের মাঝে খাসজমি বন্টন ও পল্লী রেশনিং ব্যবস্থা চালু করাসহ ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন।
#
- আবু নাছের মঞ্জু