নোয়াখালীতে যথাযথ মর্যাদায় অমর একুশে পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর পক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক বেলাল উদ্দিন, জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম, পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী, জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক -সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি ভবন, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান সমুহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, শহীদদের আত্মার মাগফিরাত কামণা করে বিশেষ মোনাজাত, অমর একুশে চেতনা প্রেক্ষিত-২০১১ বিষয়ে আলোচনা, ৩ দিনব্যাপি বইমেলা ও শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।