সর্বশেষ

নোয়াখালীতে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নোয়াখালীতে যথাযথ মর্যাদায় অমর একুশে পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরীর পক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক বেলাল উদ্দিন, জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম, পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী, জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক -সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি ভবন, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান সমুহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, শহীদদের আত্মার মাগফিরাত কামণা করে বিশেষ মোনাজাত, অমর একুশে চেতনা প্রেক্ষিত-২০১১ বিষয়ে আলোচনা, ৩ দিনব্যাপি বইমেলা ও শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.