সর্বশেষ

নোয়াখালীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বেগমগঞ্জ থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসির অভিযোগ

নোয়াখালীর থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসির অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী বেলাল হোসেন (৫০) রোববার নোয়াখালী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এই  অভিযোগ করেন। এর আগে গতকাল তিনি বিচারিক হাকিমের আদালতে পিটিশন মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী বেলাল হোসেন জানান, তিনি স্থানীয় নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সদস্য। গত ১৯ ফেব্র“য়ারি ওই বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য নির্বাচনে তিনি বি বশিরের পক্ষে কাজ করায় পরাজিত প্রার্থী আবদুল কাইয়ুম তাঁর উপর ক্ষিপ্ত হন। যার জের ধরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একই এলাকার লিটন, জহিরসহ সাত-আটজনের একদল সন্ত্রাসী তাঁর উপর অতর্কিতে হামলা চালায়।
হামলাকারীরা তাঁর মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা-পয়সা লুট করে নিযে যায়। পরে ঘটনাস্থল থেকে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে তিনি ওইদিন রাতেই বেগমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। কিন্তু পুলিশ বিষয়টি তাঁরা দেখছেন বলে গতকাল রোববার পর্যন্ত অভিযোগ এফআইআরভূক্ত করেনি।
এ ব্যপারে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম জানান, অভিযোগ দেয়ার পর থেকে বাদি আর কোন যোগাযোগ না করায় আমরা ভেবেছিলাম বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হয়ে গেছে।

#

  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.