মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
নোয়াখালীতে ঘুর্ণিঝড়ে পুলিশক্যাম্পসহ ১০০ কাঁচা ঘর বিধ্বস্ত, আহত ৬
নোয়াখালীর সুবর্ণচরের উপর দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রচন্ডবেগে বয়ে যাওয়া এক ঘূর্ণিঝড়ে চরজিয়াউদ্দিনের একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পসহ প্রায় একশটি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন শিশু ও মহিলাসহ অন্তত ছয়জন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
অন্যদিকে, স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী ঘুর্নিঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়ে গতকাল বুধবার মোহাম্মদপুর, চরক্লার্ক, চরওয়াপদাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে দুই লক্ষাধিক টাকা বিতরণ করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর, চরক্লার্ক, চরওয়াপদা, চরজিয়াউদ্দিন, চরনোমান, চরকনক এলাকার উপর দিয়ে প্রচন্ডবেগে এক ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে এলাকাগুলোর শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয় এবং গাছপালা উপড়ে পড়ে। এতে ঘরচাপা পড়ে চরনোমান এবং চরকনকে শিশু ও মহিলাসহ অন্তত ছয়জন আহত হয়েছে। আহরা হচ্ছে: শিশু সুজন (২), নাসিমা আক্তার (১৪), আম্বিয়া খাতুন (৩৫), জাহানারা বেগম (৩৫), খোতেজা খাতুন (৪০) ও রেজিয়া (১৮)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সুবর্ণচর উপজেলার নির্বাহী অফিসার গোলামুর রহমান জানান, ইতিমধ্যে তাঁরা ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছেন।
সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান খায়রুল আনম সেলিম জানান, আকস্মিক ঘুর্ণিঝড়ে চরবাটা, চরজিয়াউদ্দিন, সেলিমবাজার, পুর্বচরমজিদ, চরনোমান ও সোলেমান বাজার এলাকাসহ আশেপাশের বিভিন্ন চরে শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে।
#
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।