নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব:) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেকোন ধরণের অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সহিংসতার কারনে কোন ভোটকেন্দ্রের ভোট গ্রহন স্থগিত হলে ওই কেন্দ্রের নির্বাচন বাতিল করা হবে।
তিনি বুধবার সকালে নোয়াখালীর হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। নির্বাচন কমিশনার সাখাওয়াত বলেন, কোন অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ থানায় মামলা করতে এলে ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মামলা নিতে অস্বীকৃতি জানান তাহলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল¬্যাহ প্রমুখ বক্তৃতা করেন।
নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিমালার বিভিন্ন সংস্কারের কথা উল্লেখ করে বলেন, সকল স্তরে জবাবদিহিতা নিশ্চিত না করলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতিও আহবান জানান। এসময় তিনি হাতিয়া উপজেলায় সার্ভার ষ্টেশন স্থাপনে নির্বাচন কমিশনের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন।
#
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
হাতিয়ায় নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন: ইউপি নির্বাচনে অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে
হাতিয়ায় নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন: ইউপি নির্বাচনে অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।