মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
নোয়াখালীতে এপেক্স ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জাতীয় শিশু দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব নোয়াখালী বৃহস্পতিবার বিকেলে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
নোয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল থেকে তিনটি বিভাগে ৭০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ক-বিভাগে প্রথম স্থান অধিকার করে পুলিশ কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আলিফ, খ-বিভাগে প্রথম স্থান অধিকার করে পুলিশ কেজি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র নাজিম মাহমুদ চৌধুরী, ও গ-বিভাগে প্রথম স্থান অধিকার করে চৌমুহনী প্রি-ক্যাডেট অংকন একাডেমির ১০ শ্রেণির ছাত্র মো. এমাম হোসেন।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে নোয়াখালী প্রেসক্লাব সভাপতি আলমগীর ইউসুফ,বাংলাদেশ সাংবাদিক সমিতি বাসাস’র কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী এপেক্স ক্লাব অব নোয়াখালীর সভাপতি এপেক্সিয়ান আবদুশ শাকুর হান্নান, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপেক্সিয়ান সাইফুল্যাহ কামরুল ,এপেক্স ক্লাব অব নোয়াখালীর অতীত সভাপতি এপেক্সিয়ান আবুল বাশার। এ সয়ম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরটিভি নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদ, ও অতীত সভাপতি এপেক্সিয়ান মাহমুদুর রশিদ হাসান ও এপেক্সিয়ান আব্দুর রহিম বাবুল, এপেক্সিয়ান জাহীর আলম।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।