সর্বশেষ

চট্টগ্রামে সন্ত্রাসীদের হাতে পুলিশের এএসআই বোরহানের খুনের ঘটনা বাবার মতো পুলিশ বিভাগে চাকরির প্রতি ঝোঁক ছিল বোরহানে


মায়ের সাথে গতকাল শনিবার বোরহানে উদ্দিনের শেষবারের মতো কথা হয়। বাড়ির মুঠোফোনে দুপুর দুইটার দিকে কল করেন তিনি। মা ঠিকমত খেয়েছেন কিনা? তাঁর শরীরস্বাস্থ্য ভালো আছে কিনা? ভাই-বোনসহ বাড়ির অন্যরা একমন আছেন? ইত্যকার নানা বিষয়ে খোঁজখবর নিয়েছিলেন তিনি। ওইদিন রাত ৮টার দিকে আকরাম নামের সহকর্মী থেকে গ্রামের বাড়িতে বাবা মা বোরহানের মৃত্যুর খবর জানেন।
    মিরসরাই থানার সহকারী উপ পরিদর্শক(এএসআই) বোরহান উদ্দিন(২৮) আসামী গ্রেপ্তার করতে গিয়ে চুরিকাঘাতে মারা যান। পূর্ব হিঙ্গুলি গ্রামে শনিবার রাতে এই ঘটনা ঘটে।

বোরহানের মৃত্যু সংবাদ শুনার পর থেকে নোয়াখালী সদর উপজেলার পশ্চিম বদরীপুরে তাঁর গ্রামের বাড়িতে শোকের মাতম বইছে। লাশের অপেক্ষায় স্বজনরা প্রতিক্ষার প্রহর গুনছেন। সন্তান হারানোর বেদনায় মা লুৎফুন্নাহার বেগম এখন শয্যাসায়ী। কারো সাথে দেখা কিংবা কথা বলছেন না তিনি।

মামা আবদুৃর হামিদ রতন জানান, বাবা মায়ের তিন ছেলে মধ্যে বোরহান দ্বিতীয়। বাবা কামাল পাশাও পুলিশ বিভাগে চাকরি করতেন। ১৬ বছর আগে তিনি মারা যান। উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ হয়ে ২০০০ সালের ১৪ মার্চ পুলিশের কনষ্টেবল পদে যোদান করেন বোরহান উদ্দিন। গত বছর পেশাগত পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ন হয়ে  সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে পদোন্নতি পান। এরপর তিনি প্রথমে চট্টগ্রামের ফটিকছড়ি এবং পরে মিরসরাই থানায় কর্মরত হন।
‘আমার বোন পিতৃহারা তিন সন্তানকে তিলতিল বড় করেছেন। বাবার মতো পুলিশে চাকরীর প্রতি বেশি ঝোঁক ছিল বোরহানের। আর তাই দায়িত্বরত অবস্থায়ই তাঁর মৃত্যু হলো’। বললেন আবদূল হামিদ।

‘খুবই মিশুক প্রকৃতির ছেলে ছিলো। ভালো আচরণের জন্য এলাকার সবাই তাঁকে খুব পছন্দ করতো। ভালো ফুটবল খেলোয়াড়ও ছিলো সে।’ বললেন বোরহানের প্রতিবেশি আনোয়ারুল আজিম। 


পারিবারিক সূত্র জানায়, রোববার সন্ধার দিকে বোরহানের লাশ গ্রামের বাড়িতে আসার পর জানাজা শেষে রাত আটটায় পারিবারিক কবরস্থানে দাফনের কথা  রয়েছে।
তবে এব্যাপারে যোগাযোগ করা হলে নোয়াখালীর পুলিশ সুপার  (এসপি) হুরুনুর রশীদ হাযারী বিডিনিউজকে বলেন, গতকালের ভোটের ব্যস্ততার কারনে বিষয়টি আমার জানা নেই’।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.