বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার
বলেছেন, দেশ পরিচালনায় আওয়ামীলীগ সরকার গত আড়াই বছরে জনগনকে দেওয়া
একটি ওয়াদাও পুরণ করতে পারেনি। এমনকি শেখ মজিবুর রহমানের খুনিদের বিচারের
রায় কার্যকরের ক্ষেত্রের সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ; সরকার বিদেশ থেকে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামীকেও দেশে এনে রায় কার্যকর করতে পারেনি।
এম কে আনোয়ার সোমবার বিকেলে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে
মধ্যবর্তী নির্বাচনের দাবিতে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির
বক্তৃতায় এসব কথা বলেন। জেলা বিএনপি’র সভাপতি মো: শাহজাহানের সভাপতিত্বে
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাংসদ
মোশারফ হোসেন ও আবদুল আউয়াল মিন্টু, সাংসদ জয়নাল আবদিন ভিপি, জেলা
বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ, মেজর (অব:) রেজাউল হক, এডভোকেট
এবিএম জাকারিয়া, এডভোকেট আবদুর রহমান, এডভোকেট আবদুর রহিম, আবু
নাছের, কামাক্ষ্যা চন্দ্র দাস, সাবের আহমদ।
প্রধান অতিথির বক্তৃতায় এম কে আনোয়ার আরো বলেন, ‘দেশে আইন আছে;
কিন্তু সে আইন যেন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সরকার
৭ হাজার ৬৩ টি মামলা প্রত্যাহার করে এসব মামলার দেড় লাখ দাগী আসামীকে ছেড়ে
দিয়ে দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্য করে বানিয়েছে’।
তিনি আরো বলেন, ‘আজকে দেশের অর্থনীতি চরম সঙ্কটের মুখে পড়েছে। শেয়ার
বাজারে বিনিয়োগ করে ৩৩ লাখ বিনিয়োগকারী নি:স্ব হয়ে গেছেন। ক্ষমতাশীন দলের
লোকেরা ৮৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেছে।
সরকারের উদ্দেশ্যে এমকে আনোয়ার বলেন, ‘দেশ পরিচালনায় দায় স্বীকার করে
পদত্যাগ করে অভিলম্বে মধ্যবর্তী নির্বাচন দিন। না হয় জনগনই আপনাদের ক্ষমতা থেকে
সরিয়ে দেবে’।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিন/ নোয়াখালীতে এম কে আনোয়ার
ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিন/ নোয়াখালীতে এম কে আনোয়ার
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।