সর্বশেষ

সেনবাগ পৌরসভায় পুন:নির্বাচন ১১ মে

নোয়াখালীর সেনবাগ পৌরসভায় আগামি ১১ মে বুধবার পুন:নির্বাচন অনুষ্ঠিত হবে।  বেগমগঞ্জ উপজেলা (সেনবাগের উপজেলার দায়িত্বপ্রাপ্ত) নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কর্মকর্তা মো. নাছির উদ্দিন বুধবার রাত আটটায় লোকসংবাদ ডটকমকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে প্রেরিত একটি চিঠিতে আগামী ১১ মে সেনবাগ পৌরসভায় মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে পুন:নির্বাচনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। চিঠিটি বুধবার দুপরে আমার হাতে এসে পোঁছে’।
উল্লেখ্য: গত ১৮ জানুয়ারি সেনবাগ পৌরসভায় নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে দখল, ব্যালট ছিনতায় সহ বিভিন্ন অনিয়ম ও সহিংস ঘটনার অভিযোগে নির্বাচন কমিশন পৌরসভার মোট নয়টি ভোটকেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দেয়। এনিয়ে পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তাঁদের রিপোর্ট দেন।

নোয়াখালীর বিভিন্ন পৌরসভা নির্বাচনে অনিয়ম ও সহিংসতার অভিযোগে বিএনপি গত ১৯ জানয়ারি পুরো জেলায় সকাল সন্ধ্যা হরতাল পালন করে।

   #

  • আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.