খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাসের চালক ইলিয়াসকে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় উত্তেজিত জনতা মাইক্রোবাসটি ভাঙচুর করে। মাইক্রোবাস চালকের বাড়ি উপজেলায় দাগনভূঞা উপজেলার বেকের বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দিয়ারাবালুয়া গুচ্ছ গ্রামে রাত সাড়ে আটটার দিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের গতিবিধি দেখে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। লোকজনের চ্যালেঞ্জের মুখে মাইক্রোবাসটি তড়িগড়ি করে স্থান ত্যাগ করতে গেলে স্থানীয়রা পিছু নেয়। মোবাইল ফোনে বিষয়টি জানাজানির পর রাত সাড়ে নয়টার দিকে থানার হাট এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে লোকজন মাইক্রোবাসটিকে আটক করে। এ সময় গনপিটুনিতে গালফুলা জসিম ও জসিম মারা যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ জানান, মাইক্রোবাস চালক ইলিয়াসকে থানায় জিঞ্জাসাবাদ করা হচ্ছে। নিহত দুইজনের মধ্যে জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা রয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্যে শনিবার নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
#
- আবু নাছের মঞ্জু