নোয়াখালীর সেনবাগ পৌরসভার নির্বাচনেআওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আবু জাফর টিপু মেয়র নির্বাচিত
হয়েছেন। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় রিটার্ণিং
অফিসার বজলুর রহমান তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী দোয়াত কলম প্রতীক নিয়ে আবু জাফর টিপু
পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি টেলিভিশন প্রতীক
নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক বাবুল পেয়েছেন ২ হাজার ৪০০ ভোট।
দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী তালেবুজ্জামান
পেয়েছেন ১ হাজার ৬৭৫ ভোট এবং বিএনপি থেকে সদ্য বহিস্কৃত সেনবাগ
উপজেলা চেয়ারম্যান কাজী মফিজুর রহমান সমর্থিত ভিপি মফিজুল ইসলাম কাপ
পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৮১৩ ভোট।
রিটার্ণিং অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, সেনাবাগ পৌরসভা
নির্বাচনে মেয়র পদে ৯জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৫জন এবং সংরক্ষিত মহিলা
কাউন্সিলর পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের
৯টি কেন্দ্রে মোট ভোটার হচ্ছেন ১০ হাজার ১১৯জন।
উল্লেখ্য; গত ১৮ জানুয়ারি সেনবাগ পৌরসভার নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে
প্রভাব বিস্তার, কেন্দ্র দখল, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের
ঘটনায় নির্বাচন কমিশন নয়টি কেন্দ্রের সবকয়টির ভোটগ্রহণ স্থগিত করে।
আবু নাছের মঞ্জু
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।