সর্বশেষ

সেনবাগ পৌরসভার আওয়ামীলীগের আবু জাফর টিপু মেয়র নির্বাচিত

নোয়াখালীর সেনবাগ পৌরসভার নির্বাচনেআওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আবু জাফর টিপু মেয়র নির্বাচিত
হয়েছেন। বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় রিটার্ণিং
অফিসার বজলুর রহমান তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী দোয়াত কলম প্রতীক নিয়ে আবু জাফর টিপু
পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি টেলিভিশন প্রতীক
নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক বাবুল পেয়েছেন ২ হাজার ৪০০ ভোট।

দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী তালেবুজ্জামান
পেয়েছেন ১ হাজার ৬৭৫ ভোট এবং বিএনপি থেকে সদ্য বহিস্কৃত সেনবাগ
উপজেলা চেয়ারম্যান কাজী মফিজুর রহমান সমর্থিত ভিপি মফিজুল ইসলাম কাপ
পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৮১৩ ভোট।
রিটার্ণিং অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, সেনাবাগ পৌরসভা
নির্বাচনে মেয়র পদে ৯জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৫জন এবং সংরক্ষিত মহিলা
কাউন্সিলর পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের
৯টি কেন্দ্রে মোট ভোটার হচ্ছেন ১০ হাজার ১১৯জন।
উল্লেখ্য; গত ১৮ জানুয়ারি সেনবাগ পৌরসভার নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে
প্রভাব বিস্তার, কেন্দ্র দখল, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের
ঘটনায় নির্বাচন কমিশন নয়টি কেন্দ্রের সবকয়টির ভোটগ্রহণ স্থগিত করে।

আবু নাছের মঞ্জু

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.