সর্বশেষ

জুলাই থেকে জেলা সদরের প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কর্মসূচী চালু করা হবে।। নোয়াখালীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মো.
মোতাহার হোসেন বলেছেন, আগামী জুলাই থেকে মডেল হিসেবে জেলা সদরে
একটি করে প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কর্মসূচী চালু হবে।
এগুলো সফল হলে ২০১২ সালের জানুয়ারি থেকে সারা দেশে এ কর্মসূচী চালু করার
সিদ্ধান্ত রয়েছে সরকারের।
প্রতিমন্ত্রী শুক্রবার বিকেলে নোয়াখালী পৌরহলে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন,
শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধকল্পে গৃহীত কার্যক্রম’ নিয়ে এক
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মো.
সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক
শিক্ষা কর্মকর্তা সুমল কুমার বড়–য়া, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ
খায়রুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব
উদ্দিন শাহীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন
কিরণ, প্রধান শিক্ষক সুলতান আহমদ ও শরিয়ত উল্যা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে বিভিন্ন দাবীর প্রেক্ষিতে
তাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছরের মধ্যে
সকল কমিউনিটি ও রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি করার সিদ্ধান্ত
সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.