প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মো.
মোতাহার হোসেন বলেছেন, আগামী জুলাই থেকে মডেল হিসেবে জেলা সদরে
একটি করে প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কর্মসূচী চালু হবে।
এগুলো সফল হলে ২০১২ সালের জানুয়ারি থেকে সারা দেশে এ কর্মসূচী চালু করার
সিদ্ধান্ত রয়েছে সরকারের।
প্রতিমন্ত্রী শুক্রবার বিকেলে নোয়াখালী পৌরহলে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন,
শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধকল্পে গৃহীত কার্যক্রম’ নিয়ে এক
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মো.
সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক
শিক্ষা কর্মকর্তা সুমল কুমার বড়–য়া, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ
খায়রুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব
উদ্দিন শাহীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন
কিরণ, প্রধান শিক্ষক সুলতান আহমদ ও শরিয়ত উল্যা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে বিভিন্ন দাবীর প্রেক্ষিতে
তাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছরের মধ্যে
সকল কমিউনিটি ও রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি করার সিদ্ধান্ত
সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
মতামত
আমাদের শহর ও দানবে হানা এবং একটি উন্নত হাসপাতালের আবেদন
হা বী ব ই ম ন
আমাদের প্রিয় শহর মাইজদী। জন্ম শহর মাইজদী। যে শহরটিকে জীবনের এতোটা বছর চিনে আসছিলাম, বড় আপন মনে করতাম, সেই শহরটিকে আজ বড্ড ধূসর মনে হয়। বড় অচেনা মনে হয়। বড় বেমানান একটা জেলা শহর মাইজদী। কোলাহলপূর্ণ একটি শহরটা আজ বিষময় হয়ে উঠেছে।
মতামত
করোনাভাইরাস: লক্ষণ, চিকিৎসা ও সুরক্ষার উপায় কী
লোকসংবাদ ডেস্কঃকরোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯, সেই রোগটিকে এখন বিশ্ব মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে।
ছে বিশ্বের বেশিরভাগ দেশে।
প্রধান পাতা
চলতি সংবাদ
জুলাই থেকে জেলা সদরের প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কর্মসূচী চালু করা হবে।। নোয়াখালীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন
জুলাই থেকে জেলা সদরের প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কর্মসূচী চালু করা হবে।। নোয়াখালীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন
সাম্প্রতিক
বৃহত্তর নোয়াখালীর তথ্যনির্ভর অনলাইন পত্রিকা লোকসংবাদ পড়ুন। লোকসংবাদে বিজ্ঞাপন দিন।
রাজনীতি, অর্থনীতি, খেলাধূলা, ভ্রমণকাহিনী, গল্প, কবিতা, তথ্যপ্রযুক্তি, সমস্যা, সম্ভাবনা, দৃষ্টি নন্দন ছবি, ভিডিওচিত্র কিংবা বৃহত্তর নোয়াখালীর যে কোন বিষয়ে আপনার মতামত, প্রবন্ধ, নিবন্ধ লোকসংবাদ পাঠকদের জন্য পাঠিয়ে দিন news@loksangbad.com ঠিকানায়।