এ সময় ফার্মেসি দুটি থেকে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূলের বিতরনের জন্য প্রস্তুতকৃত ওষুদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে শনিবার সকালে ডিবি পুলিশ বাদী হয়ে সুধারাম থানায় দুটি মামলা দায়ের করেছে।জেলা গোয়েন্দা শাখার ওসি মো. বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার হানিফ রোডের আদর্শ ফার্মেসি থেকে দুই কার্টুন সরকারি সিরাপ সহ ফার্মেসি মালিক ইসমাইল হোসেনকে গ্রেফতার করে।
একই রাতে মন্তার বাপেরগো দরজায় অবস্থিত সেবা ফার্মেসিতে অভিযান চালিয়ে ২৩ পাতা সরকারি ওষুদসহ ফার্মেসি মালিক আবুল কালামকে গ্রেফতার করা হয়।
ওসি ডিবি জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূলের বিতরনের জন্য প্রস্তুতকৃত ওষুদ কাদের মাধ্যমে বইরে বিক্রির জন্যে আসে সে সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য বেরিয়ে এসছে। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকৃতদের সুধারাম থানায় সোপর্দ করা হয়েছে।
- আবু নাছের মঞ্জু