আটককৃতদের কাছ থেকে মলমের কৌটা, দুটি ছোরা, মানুষকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত পাউডার ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
অপহরণের সময় মলম পার্টির সদস্যদের হামলায় আহত নাহিদা আফরোজ টুইঙ্কেলকে (১৩) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রাজিয়ার বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী, সমির চান্দিনা, নুরনাহারের পাঁচলাইশ ও শিল্পির বাড়ি নোয়াখালীর সেনবাগে।
সুধারাম থানা পুলিশ জানায়, মলম পার্টির ছয় সদস্য কাজী কলোনির প্রবাসী মাইন উদ্দিন শাহীনের বাসায় ঢুকে তার মেয়ে নাহিদা আফরোজ টুইঙ্কেলের চোখে মলম লাগিয়ে টেনে হিঁচড়ে বাসার বাইরে নিয়ে আসে এরপর অস্ত্রের মুখে তাকে ঘর থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদের আটক করে থানায় খবর দেয়। অপর ২ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যপারে সুধারাম থানায় মামলা হয়েছে।
- আবু নাছের মঞ্জু