সর্বশেষ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু


২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ বছর ১০টি বিভাগে ৫৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। বিভাগসমূহ হলো, ১. কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ২. ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ৩. ফার্মেসী, ৪. এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৫. মাইক্রোবায়োলজী, ৬. গণিত, ৭. এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড হ্যাজার্ড স্টাডিজ, ৮. ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স, ৯. ইংরেজী এবং ১০. বিজনেস এড্মিনিস্ট্রেশন বিভাগ।
ভর্তি কার্যক্রম পরিচালিত হবে টেলিটক মোবাইল এর মাধ্যমে। ১১ অক্টোবর ২০১১ থেকে ২০ নভেম্বর ২০১১ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর ২০১১। বিস্তারিত তথ্যের জন্য দৈনিক পত্রিকা, বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nstu.edu.bd), মোবাইল নম্বর ০১৭২০১৯৭৮২৪ ও ০১৭১১২৮৪৯১০ এবং ই-মেইল (info@nstu.edu.bd) এ যোগাযোগ করা যাবে।

লোকসংবাদ | Loksangbad | The First Bangla Online Newspaper from Noakhali সাজসজ্জা করেছেন মুকুল | কপিরাইট © ২০২০ | লোকসংবাদ | ব্লগার

Bim থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.